বিএনএ, স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার প্রাইজমানি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ কোটি টাকা। গত আসরেও চ্যাম্পিয়ন প্রাইজমানি ছিল ১৬ লাখ ডলার।
শুক্রবার (৩০ সেপ্টম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক ঘোষণায়এ কথা জানিয়েছে।
এবারের টি২০ বিশ্বকাপে রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার, আর দুই পরাজিত সেমিফাইনালিস্ট পাবে ৪ লাখ ডলার করে।
১৬ দলের এই আসর অস্ট্রেলিয়ায় শুরু হবে আগামী ১৬ অক্টোবর। প্রথম রাউন্ডে অংশ নেবে আটটি দল। এরা হলো—নামিবিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস, আরব আমিরাত, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। এখান থেকে চারটি দল উঠবে সুপার টুয়েলভ রাউন্ডে, যেখানে আগে থেকেই টিকিট পেয়েছে আটটি দল। বাংলাদেশ এই আট দলের অন্যতম।
প্রথম রাউন্ডে যেকোনো জয়ের জন্য রয়েছে ৪০ হাজার ডলার প্রাইজমানি। প্রথম রাউন্ড থেকে যারা বিদায় নেবে তারা পাবে ৪০ হাজার ডলার করে।
সুপার টুয়েলভ রাউন্ডেও প্রতি জয়ের জন্য রয়েছে ৪০ হাজার ডলার করে প্রাইজমানি। আর সুপার টুয়েলভ রাউন্ড থেকে যারা বিদায় নেবে সেই দল পাবে ৭০ হাজার ডলার করে, ঠিক ২০২১ আসরের মতো।
এবারের টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৫৬ লাখ ডলার।
বিএনএনিউজ/এইচ.এম।