24 C
আবহাওয়া
১২:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে সম্প্রীতি সমাবেশ

বোয়ালখালীতে সম্প্রীতি সমাবেশ

বোয়ালখালীতে সম্প্রীতি সমাবেশ

বিএনএ, বোয়ালখালী : অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়েছে সামাজিক সম্প্রীতি সমাবেশ। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যেগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম -০৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ।

বোয়ালখালীতে সম্প্রীতি সমাবেশ
উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য  সূচয়ন সেনগুপ্তের  সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম বাবুল, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আতিক উল্লাহ, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রাজ্জাক, বোয়ালখালী  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব শামীম আরা বেগম, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোঃ বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশ, মেধসমুণি আশ্রমের মহারাজ বুল বুল আনন্দ ব্রম্মচারী, জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াছ সিকদার ও শরণশ্রী ভিক্ষু।

এ সময় বোয়ালখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষক সমিতি, ইমাম সমিতি, পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ওলামা পরিষদ, জন্মাষ্টমী পরিষদসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাকিব আল হাসানের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদনের শুনানি ৯ ফেব্রুয়ারি ৭২’র সংবিধান বাতিল মোটেও মুক্তিযুদ্ধের চেতনার বিরোধিতা নয়: ফরহাদ মজহার নোয়াখালীতে যুবক হত্যা আজ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন প্রথম শ্রেণি থেকেই পাঠ্যপুস্তকে মূল্যবোধের বিষয় অন্তর্ভুক্ত করা জরুরি- ড. এম আমিনুল ইসলাম পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন-পানি সম্পদ উপদেষ্টা সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে-- সমাজকল্যাণ উপদেষ্টা পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে-- পরিবেশ উপদেষ্টা মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু