20 C
আবহাওয়া
১০:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » একদিন বাড়লো তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস

একদিন বাড়লো তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস

একদিন বাড়লো তৃতীয়-চতুর্থ শ্রেণির ক্লাস

বিএনএ ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস একদিন বাড়ানো হয়েছে।  ক্লাস বাড়িয়ে ইতোমধ্যে নতুন রুটিন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। নতুন রুটিন অনুযায়ী,  সপ্তাহে দুদিন সশরীরে ক্লাস করতে পারবে শিক্ষার্থীরা। ২ অক্টোবর (শনিবার) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার অনুষ্ঠিত হবে।

এদিকে, তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ক্লাস বাড়ানো হলেও শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধই থাকছে। এছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস হবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ