26 C
আবহাওয়া
৪:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

কক্সবাজারে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত

ভোলায় বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত

বিএনএ কক্সবাজার : কক্সবাজারের উখিয়া উপজেলায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার রেজুআমতলী সীমান্তে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। তিনি জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়ার রেজুআমতলী সীমান্তের ৪১ নম্বরের পিলারের পাশ দিয়ে চার-পাঁচ জনের একটি দল মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছিল। তাদের থামার জন্য সংকেত দেয়া হয়,কিন্তু তারা সংকেত অমান্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি করে। পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ ও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মরদেহ উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ