20 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ছদ্মনামে বিয়ে, অবশেষে কারাগারে বহুরুপী সেই নারী

ছদ্মনামে বিয়ে, অবশেষে কারাগারে বহুরুপী সেই নারী

ছদ্মনামে বিয়ে, অবশেষে কারাগারে বহুরুপী সেই নারী

বিএনএ চট্টগ্রাম: ছদ্মনামে বিয়ে প্রতারণায় আলোচিত সেই নারীকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

প্রবাসী ইমাম হোসেনের দায়ের করা মামলায় বুধবার (২৯ সেপ্টেম্বর) আদালতে আত্মসমর্পণ করে জামিন চান আলোচিত এই নারী। তবে তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশন দেয় আদালত।

প্রতারণার শিকার হয়ে চট্টগ্রামের আদালতে গত ৮ সেপ্টেম্বর মামলা করেন ভুক্তভোগী ইমাম হোসেন। জমা দেন প্রতারণার নানা কাগজপত্র।

মামলার বিবরণ থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে রহস্যময়ী ওই নারীর সঙ্গে প্রবাসী ইমাম হোসেনের বিয়ে হয়। ১৬ দিন পর বিদেশ চলে যাওয়ার পরই তার স্ত্রীর প্রকৃত রূপ ফুটে ওঠে। নানা অজুহাতে টাকা চাইতে থাকে। শ্বশুর বাড়ি যেতে বলা হলেই নির্যাতন মামলার ভয়সহ নানা হুমকি-ধামকি দেয়া হতো।

অভিযোগে বলা হয়, এই নারী কখনো সুমি, কখনো মিনু, ফাতেমা বা রোমানা-এমন নানা পরিচয়ে বিভিন্নজনের সঙ্গে বিয়ের নামে প্রতারণা করেন। এক স্বামী থাকতে গোপনে বিয়ে করেন আরেকজনকে। এভাবে একের পর এক বিয়ে বিয়ে খেলায় মেতে ওঠেন। হাতিয়ে নেন কয়েক লাখ টাকা। নিয়েছেন একাধিক জাতীয় পরিচয়পত্র, ফেসবুকে ছিলো কয়েকটি আইডি। যা দিয়ে ৩টি বিয়ে করেছেন।

জানা গেছে, ছদ্মনামধারী এই নারী বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে নার্স হিসেবে কাজ করেন। পার্বত্য জেলা রাঙ্গামাটির মারিস্যায় বহুরুপী এই নারীর বাড়ি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ