28 C
আবহাওয়া
১০:২৮ পূর্বাহ্ণ - আগস্ট ৩১, ২০২৫
Bnanews24.com
Home » নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : সফরকারী নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৬ রান করে নেদারল্যান্ডস। জবাবে ৩৯ বল আর ৮ উইকেট হাতে রেখে লক্ষ্য টপকে যায় বাংলাদেশ।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন কুমার দাস। ফিল্ডিং করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে প্রথম সাফল্য পায় টাইগাররা। নিজের করা প্রথম ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা।

তাসকিন আহমেদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে নেদারল্যান্ডস।

১৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথমেই ঝড়ো শুরুর ইঙ্গিত দেন ওপেনার পারভেজ ইমন। ইনিংসের প্রথম তিন বলেই বাউন্ডারি হাঁকান এই ওপেনার। তবে ইনিংস বড় করতে পারেননি এই ওপেনার। ৯ বলে ১৫ রান করে বোল্ড হন ইমন।

এরপর উইকেটে এসে মারমুখী ব্যাটিং করেন অধিনায়ক লিটন দাস। ছয় বাউন্ডারি আর দুই ওভার বাউন্ডারিতে ২৯ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন এই স্টাইলিশ ব্যাটার।

অপর প্রান্তে দীর্ঘদিন পর ফেরা ব্যাটার সাইফ হাসান ১৯ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। এতে ১৪ তম ওভারেই জয়ের দেখা পায় টাইগাররা।

চার উইকেট ম্যাচসেরা হন পেসার তাসকিন আহমেদ। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১৩৬/৮ (ও’ডাউড ২৩, ভিক্রামজিৎ ৪, নিদামানুরু ২৬, এডওয়ার্ডস ১২, শারিজ ১৫, ক্রোস ১১, ক্লেইন ৯, প্রিঙ্গল ১৬*, আরিয়ান ১৩; মেহেদি ৪-০-২১-০, শরিফুল ৪-১-৩০-০, তাসকিন ৪-০-২৮-৪, মুস্তাফিজ ৪-০-১৯-১, রিশাদ ২-০-১৬-০, সাইফ ২-০-১৮-২)।

বাংলাদেশ: ১৩.৩ ওভারে ১৩৮/২(পারভেজ ১৫, তানজিদ ২৯, লিটন ৫৪*, সাইফ ৩৬*; আরিয়ান ৩-০-৩০-১, ক্লেইন ২-০-২৬-০, ডোরাম ৩-০-২৩-০, ফন মিকেরেন ২-০-১৭-০, শারিজ ১-০-১২-০, প্রিঙ্গল ২-০-১৬-১, ভিক্রামজিৎ ০.৩-০-১৪-০)

ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: তাসকিন আহমেদ।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ