বিএনএ, ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে এ বদলি-পদায়ন করা হয়। থানাগুলোর মধ্যে রয়েছে গুলশান, রমনা, মিরপুর ও লালবাগ। এরা সবাই পুলিশ পরিদর্শক পদমর্যাদার।
অফিস আদেশে বলা হয়, বর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখিত স্থানে বদলি/পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আমিরুল ইসলামকে লালবাগ বিভাগের কামরাঙ্গীরচর থানায়, ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোকাম্মেল হককে মিরপুর বিভাগের রূপনগর থানায়, ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহসীন উদ্দিনকে রমনা বিভাগের নিউমার্কেট থানায় এবং ডিএমপির লাইনওআরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুল আলিমকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী