29 C
আবহাওয়া
৬:০৮ অপরাহ্ণ - জুলাই ২, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যুবকের মৃত্যু

রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে যুবকের মৃত্যু


বিএনএ, রাঙামাটি: রাঙামাটি বিলাইছড়িতে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার(৩০ আগস্ট )বিলাইছড়ির ভাইবোন ছড়া ধুপ্পারচর এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ধুপ্পারচর এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে প্রশান্ত চাকমা (৩৪) নামে একজন নিখোঁজ হন। স্থানীয়রা খোঁজার পর না পেলে রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল এসে নিখোঁজ প্রশান্ত চাকমার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে স্থানীয় পুলিশের সহায়তায় অভিভাবকদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা বলেন, শুক্রবার দুপুরে নিখোঁজের খবর পেয়ে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকেলে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযানে যাওয়া টিম আসার পর বিস্তারিত জানতে পারব।

উল্লেখ্য যে, এর আগেও গতকাল বৃহস্পতিবার ও গত রোববার রাঙামাটি কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দু’জনের মৃত্যু হয়েছে।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ