21 C
আবহাওয়া
১০:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা : সামরিক বিমানে আগুন

রাশিয়ার বিমানবন্দরে ড্রোন হামলা : সামরিক বিমানে আগুন


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার উত্তর-পশ্চিম এলাকার শহর পেসকভের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় চারটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির বার্তা সংস্থাগুলো জানিয়েছে। এর মধ্যে দুটি ইল্যুশিন এল-৭৬ পরিবহন বিমানে আগুন ধরে যায় বলে জানা যাচ্ছে।

স্থানীয় গভর্নর জানিয়েছেন, এর আগে আরেকটি ড্রোন হামলা ঠেকিয়ে দেয় সামরিক বাহিনী। তিনি একটি ভিডিও আপলোড করেছেন যাতে বড় ধরনের একটি আগুন জ্বলতে দেখা যাচ্ছে। সেই সময় বিস্ফোরণের শব্দও শুনতে পাওয়া যায়।

পেসকভ শহরটি ইউক্রেন থেকে ৬০০ কিলোমিটার দূরে আর এস্তোনিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত।

পেসকভের আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদের্নিকভ টেলিগ্রামে একটি পোস্টে লিখেছেন, ‘’পেসকভ বিমানবন্দরের ওপর চালানো একটি ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।‘’

তিনি নিজে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী জানিয়ে লিখেছেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা যাচ্ছে, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

জরুরি সেবা কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার তাস সংস্থা একটি প্রতিবেদনে বলছে, হামলায় চারটি ইল্যুশিন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দুটিতে আগুন ধরে গেছে।

মে মাসের শেষের দিকেও পেসকভ অঞ্চলে ড্রোন হামলা চালানো হয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার ভেতরে একের পর এক বিস্ফোরক ভর্তি ড্রোন হামলার সংখ্যা বেড়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ