বিএনএ, যশোর: যশোরের বেনাপোল থেকে ২ কেজি ৯শ ৪০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার ও একটি প্রাইভেটকারসহ তিন পাচারকারিকে আটক করেছে বিজিবির সদস্যরা। বুধবার (৩০ আগস্ট) সকালে বেনাপোল দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাইদুর রহমান (৩৩), সাইফুল ইসলাম (৩৬) ও মাসুদ চৌধরী বাবু (৩১)।
আরও পড়ুন: Asia Cup 2023: পাকিস্তানের মুলতান শহরে শুরু
বিজিবি জানান, স্বর্ণ পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে চারটি স্বর্ণের বার পাওয়া যায়। যার বতর্মান বাজার মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, তিন পাচারকারির নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এবং জব্দ স্বর্ণের চালানটি যশোর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস
বিএনএনিউজ/ সোহাগ হোসেন, বিএম