17 C
আবহাওয়া
৬:১৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো শ্রীলঙ্কা

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো শ্রীলঙ্কা

ফিফা

ফিফা শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। সোমবার (২৮ আগস্ট)ফিফা তাদের ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে।

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে ফিফার নিষেধাজ্ঞা পেয়েছিল শ্রীলঙ্ক। গত ২৪ জুলাই শ্রীলঙ্কার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। যার প্রেক্ষিতে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হলো শ্রীলঙ্কা।

ওই প্রজ্ঞাপনে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন ফিফাকে নিশ্চয়তা দিয়েছে যে, দেশের ফুটবলে আর কোন হস্তক্ষেপের ঘটনা ঘটবে না। ফিফার গাইডলাইন মেনে কার্যক্রম পরিচালিত হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি চার বছর পরপর শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের নির্বাচক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাহীর পদ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণ করতে হবে। তিন সদস্যের একটি কমিটি গঠন করে ফেডারেশের কার্যক্রম ও নির্বাচক অনুষ্ঠানে সহায়তা করতে হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ