বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মাত্র একজনের করোনা শনাক্ত হয়েছে। ১০টি কেন্দ্রে ১৩২ জনের নমুনা পরীক্ষা হয়। শনাক্তের হার দশমিক ৭৫ শতাংশ।এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হলো ১ লাখ ২৮ হাজার ৭৩৫ জনের। এর মধ্যে নগরীর ৯৩ হাজার ৮৪৪ জন, বিভিন্ন উপজেলার ৩৪ হাজার ৮৯১ জন।চট্টগ্রামে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৬৯ জন। এর মধ্যে নগরের ৭৩৭ জন এবং বিভিন্ন উপজেলার ৬৩০ জন।
মঙ্গলবার (৩০ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।
বিআইটিআইডিতে ২৮টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ১৭টি, ইমপেরিয়াল হাসপাতালে ১৪টি, শেভরনে ১৮টি, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৫টি, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৯টি, ইপিক হেলথ কেয়ারে ৯টি, মেট্রোপলিটন হাসপাতালে ১৫টি, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৪টি ও এভারকেয়ার হাসপাতালে ৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এভারকেয়ার হাসপাতালে একজনের নমুনায় করোনা পজেটিভ আসে।
বিএনএ/ ওজি