21 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ভাঙছে মসজিদ,আদায় হচ্ছে নামাজ

ভাঙছে মসজিদ,আদায় হচ্ছে নামাজ

ভাঙছে মসজিদ,আদায় হচ্ছে নামাজ

বিএনএ রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হঠাৎ করেই পদ্মার ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে চার নম্বর ফেরিঘাট এলাকার একটি মসজিদের বেশিরভাগ অংশ। ভাঙনের মধ্যে নামাজ আদায় করছেন অনেকেই। পাশাপাশি বেশ কয়েকটি বসত ঘরও নদীগর্ভে চলে গেছে।

সোমবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের সিদ্দিক কাজীপাড়া এলাকায় ভাঙন শুরু হয়। এতে একটি মসজিদের এক তৃতীয়াংশসহ অন্তত পাঁচটি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ভাঙন আতঙ্কে এলাকার অর্ধশতাধিক বসতবাড়িসহ বেশ কয়েকটি স্থাপনা সরিয়ে নেয়া হয়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাট এবং ঘাট এলাকার বসতবাড়ি।

বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মকবুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ভাঙন রোধে কাজ চালিয়ে যাচ্ছেন তারা।

স্থানীরা অভিযোগ করেছেন, শুকনো মৌসুমে কাজ না করার কারণেই এখন ভাঙনের কবলে পড়েছেন এলাকার মানুষ। ভাঙন রোধে কাজ শুরু করা হলেও গতি কম বলে জানান তারা।

সোমবার দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান রহমান মণ্ডলসহ আরও অনেকে।

সে সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম সংবাদ মাধ্যমবে বলেন, ভাঙন রোধে এই এলাকায় স্থায়ী কাজ হবে। বিআইডব্লিইটিএ আপাতত বালুর বস্তা ফেলে ভাঙন রোধে কাজ করছে। কাজের গতি বাড়াতে বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মকবুল হোসেনকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, ভাঙনে ক্ষতিগ্রস্তদের তালিকা করে শুকনো খাবার ও বাড়ি নির্মাণের জন্য টিন দেয়া হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ