20 C
আবহাওয়া
১২:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » কাপ্তাইয়ে দুবৃর্ত্তের গুলিতে কৃষকের মৃত্যু

কাপ্তাইয়ে দুবৃর্ত্তের গুলিতে কৃষকের মৃত্যু

কাপ্তাই থানা

বিএনএ, রাঙামাটি:  রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে থোয়াই অংপ্রুুগ্রী মারমা (৭০) নামে এক কৃষক নিহত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নেরবড়ইছড়ি ঘাগড়া কিমারা এলাকায় এঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন। নিহত কৃষক অং প্রু মারমা ওই এলাকার মৃত থোয়াইসাউ মারমার ছেলে।

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরঞ্জিত তনচংগ্যা বলেন, নিহত অং প্রু মারমা একজন কৃষক। জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে কেউ তাকে গুলি করে এমন সংবাদ শুনেছি। তবে সন্ধ্যা হওয়ায় ঘটনাস্থলে যাওয়া হয়নি।

ওসি নাছির উদ্দিন বলেন, বিকেল ৫টায় গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কিভাবে মারা গেছে তা এখনও জানা যায়নি। তদন্ত করে এই ঘটনার বিস্তারিত জানা যাবে। এছাড়া মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ