26 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » আমাদের রক্ষা করুন, বাঁচান-১৫০ আফগান সাংবাদিক

আমাদের রক্ষা করুন, বাঁচান-১৫০ আফগান সাংবাদিক

আমাদের রক্ষা করুন, বাঁচান-১৫০ আফগান সাংবাদিক

বিএনএ, বিশ্ব ডেস্ক:  আফগানিস্তানের ১৫০ জন কর্মরত সাংবাদিক জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনসহ বিশ্ববাসীর নিকট তাদের রক্ষায় এগিয়ে যেতে আহবান জানিয়েছে। তারা বলেন, বর্তমান আফগান পরিস্থিতিতে তারা কঠিন সময় পার করছেন এবং তাদের জীবন নিয়ে শংকায় রয়েছেন।

Afghan Journalists’ Open Letter to World: ‘Protect Us’

শীর্ষক পত্রে বলা হয়, এ সব সাংবাদিকরা গত ২০বছর ধরে আফগানিস্তানের উন্নয়ন, মানুষের স্বাধীনতা, মৌলিক অধিকার, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে কাজ করেছেন। অনেক নারী সাংবাদিক রয়েছেন যাদের ওপর পুরো পরিবারের ভরনপোষন চলে।

আফগানিস্তানের আজকের খবর

আরও পড়ুন : আফগানিস্তানের বিপুল সাংবাদিক মেক্সিকোতে

তালেবান মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের নিরপেক্ষভাবে আফগানিস্তানের  শরিয়া আইন মেনে কাজ চালিয়ে যাবার আহবান জানিয়েছেন। তা সত্ত্বেও স্থানীয় সাংবাদিকরা চরম উৎকন্ঠায় রয়েছেন।

সূত্র : Journalists called on media-supporting organizations and the international community to protect them and their families.

বিএনএনিউজ২৪ ডটকম, জিএন

Loading


শিরোনাম বিএনএ