19 C
আবহাওয়া
৮:১৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » নিঁখোজ সন্তানের সন্ধানের দাবিতে ক্যাম্পাসে মায়ের আর্তনাদ

নিঁখোজ সন্তানের সন্ধানের দাবিতে ক্যাম্পাসে মায়ের আর্তনাদ

নিঁখোজ সন্তানের সন্ধানের দাবিতে দিল্লির ক্যাম্পাসে এক মায়ের আর্তনাদ

বিএনএ, বিশ্ব ডেস্ক: দিল্লির  জওহেরাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বায়োটেনোলজির মাস্টার্সের ছাত্র ৫ বছর ধরে নিঁখোজ নজিব আহমদ এর মা ফাতিমা নাফিস সোমবার বিশ্ববিদ্যালয়টির সামনে বিক্ষোভ করেন।

দরিদ্র পরিবারের সন্তান, তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন নজিব। তার মা সাংবাদিকদের বলেন,তিনি তার ছেলেকে আবার দেখার আশা ছাড়েননি।“আমি এখনও বিশ্বাস করি যে সে বেঁচে আছে এবং তাকে কোন কারাগারে রাখা হয়েছে। একদিন সে অবশ্যই ফিরে আসবেন।

সোমবার(৩০আগস্ট) ছিল জোরপূর্বক নিঁখোজের শিকার  আন্তর্জাতিক দিবস। ২০১৬সালের ১৫ অক্টোবর জওহেরাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে রহস্যজনকভাবে নিঁখোজ হন নজিব আহমদ। একটি শক্তিশালী ছাত্রসংগঠনের কর্মীদের সাথে  বাকবিতণ্ডার পর থেকে সে নিঁখোজ রয়েছে বলে পরিবারটির দাবি। সূত্র: আলজাজিরা

বিএনএনিউজ২৪ ডটকম,জিএন

Loading


শিরোনাম বিএনএ