27 C
আবহাওয়া
৭:১৭ পূর্বাহ্ণ - জুলাই ৩১, ২০২৫
Bnanews24.com
Home » মানবতাবিরোধী অপরাধ, মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন মোবারক হোসেন

মানবতাবিরোধী অপরাধ, মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন মোবারক হোসেন


বিএনএ, ডেস্ক :মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোবারক হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

এক দশক আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সর্বোচ্চ আদালতের রায়ে ট্রাইব্যুনালের রায়টি বাতিল ঘোষণা করা হয়েছে।
মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ২৪ নভেম্বর মোবারককে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগের মধ্যে প্রমাণিত একটি অভিযোগে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। অন্য একটিতে দেওয়া হয় যাবজ্জীন কারাদণ্ড।
বাকি তিনটি অভিযোগে তাকে খালাস দেন ট্রাইব্যুনাল। পরে ওই বছরের ১৮ ডিসেম্বর এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মোবারক। এক দশক পর গত ৮ জুলাই তার আপিলের শুনানি শুরু হয়। গত ২২ জুলাই শুনানির পর মঙ্গলবার শুনানি শেষ হলে রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত।
বিএনএ/ ওজি /শাম্মী

Loading


শিরোনাম বিএনএ