29 C
আবহাওয়া
৬:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » কণ্ঠশিল্পী জুয়েল আর নেই

কণ্ঠশিল্পী জুয়েল আর নেই


বিএনএ ডেস্ক :  না ফেরার দেশে চলে গেলেন  কণ্ঠশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে হাসান আবিদুর রেজা জুয়েলের জানাজা হবে।

শিল্পীর ছোট ভাই হাসান মহিবুর রেজা রুবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৩ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় সংগীতশিল্পী জুয়েলের। অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেন। তার ফুসফুসে পানি জমে যায়। চিকিৎসকরা সেই পানি বেরও করেন। ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু আজ অবস্থার অবনতি হয়ে তার মৃত্যু হয়।

১৯৯২ সালে বের হয় জুয়েলের প্রথম গানের অ্যালবাম ‘কুয়াশা প্রহর’। তারপর থেকে প্রায় নিয়মিত বের হতো তার গানের অ্যালবাম। সেসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল ‘এক বিকেলে’। তার অনেক গান সুর করেছিলেন প্রয়াত ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। সেসময় তার গানকে ‘রোমান্টিক-স্যাড’ ঘরানার বলে অবিহিত করা হতো।

জুয়েলের অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘আমার আছে অন্ধকার’, ‘একটা মানুষ’, ‘দেখা হবে না’, ‘বেশি কিছু নয়’, ‘বেদনা শুধুই বেদনা’, ‘ফিরতি পথে’, ‘দরজা খোলা বাড়ি’, ‘এমন কেন হলো’। সর্বশেষ ২০১৭ সালে বাপ্পা মজুমদারের সুরে মুক্তি পায় জুয়েলের একক গান ‘খুব সকালে’।

বিএনএ/ ওজি/ হাসনা


শিরোনাম বিএনএ
ভারতীয় প্রেমচাঁদ ফেলোশিপ পেতে যাচ্ছেন রাবি অধ্যাপক সফিকুন্নবী সামাদী আনোয়ারায় ঘুমের মধ্যে স্ট্রোক করে যুবকের মৃত্যু উত্তরাঞ্চলবাসীদের আঞ্চলিকভাবে চিন্তা না করার আহ্বান : সমাজকল্যাণ উপদেষ্টা কাঙ্ক্ষিত জাতি গঠনে শিক্ষক সমাজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে: মুহাম্মদ শাহজাহান নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ কুয়েটে একক ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি 'সারাদেশে ২২০ স্টেডিয়াম হবে জুলাইয়ের শহীদদের নামে' বাংলাদেশে পাকিস্তানের কন্টেইনার জাহাজ, ভারত উদ্বিগ্ন পাঠ্যবই থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি লেবাননের যুদ্ধ বিরতি সিদ্ধান্তে ইরানের সমর্থন