বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে ১০২ কেন্দ্রে ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু এগিয়ে আছেন । রোববার (৩০ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভোট গণনা শুরু হয়।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১০২ ভোট কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু পেয়েছেন ৩৪ হাজার ১৬৩ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩ ভোট।
এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ) পেয়েছেন ৮২৪ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি) পেয়েছেন ৩৮৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) পেয়েছেন ২৯৫ ভোট, মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) পেয়েছেন ২৫৬ ভোট।
এর আগে এ আসনটিতে রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়।এই আসনে চার লাখ ৮৮ হাজার ৬৩৮ জন ভোটার রয়েছে। এ উপ-নির্বাচনে যেকোনো ধরনের কারচুপি রুখতে ১৫৬টি কেন্দ্রে বসানো হয়েছে ১ হাজার ৪০৭টি সিসিটিভি ক্যামেরা। ২ হাজার ১১০টি ইভিএমের মাধ্যমে ২০১টি বুথে ভোট হয় ।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে ছিল পুলিশ, আনসার সদস্য, র্যাবের চারটি টিম ও চার প্লাটুন বিজিবি। এর মধ্যে পুলিশ ও আনসার সদস্য মিলে প্রতি কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ১৭ থেকে ১৮ জন দায়িত্ব পালন করেছে। এ ছাড়া পুলিশ ও এপিবিএনের সমন্বয়ে ৮ ওয়ার্ডে ৮টি মোবাইল ফোর্স ও ৪টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল।
বিএনএ/ ওজি