বিএনএ, কক্সবাজার: রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন দুই দিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন।
রোববার (৩০ জুলাই) দুপুর ১২টায় বান্দরবান থেকে হেলিকপ্টারযোগে কক্সবাজারে পৌঁছান তিনি।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান শাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টায় বিশেষ হেলিকপ্টারযোগে কক্সবাজারে পৌঁছান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সঙ্গে তার পরিবারের সদস্যসহ ৩০ জন সফরসঙ্গী রয়েছেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সাগরতীরের একটি হোটেলে অবস্থান করবেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার স্বাক্ষরিত সফরসূচিতে জানা গেছে, রোববার বিকেলে শহরের লাবণী পয়েন্টে সমুদ্র উপভোগ করবেন তিনি।
রাতে তিনি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিবেন, পরদিন মেরিনড্রাইভ সড়কসহ কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান উপভোগ করবেন। সোমবার বিকেলে তার ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতির কক্সবাজার সফর উপলক্ষে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের টিম কাজ করছে শহরের প্রতিটি পয়েন্টে।
বিএনএনিউজ/এইচএম ফরিদুল আলম শাহীন,বিএম/ হাসনাহেনা