26 C
আবহাওয়া
৪:২৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » উৎসব মুখর পরিবেশে ইবি কেন্দ্রের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

উৎসব মুখর পরিবেশে ইবি কেন্দ্রের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

উৎসব মুখর পরিবেশে ইবি কেন্দ্রের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

বিএনএ, ইবি : গুচ্ছ পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ৪টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ। প্রথম দিনেই কেন্দ্রটিতে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৪ হাজার ৩৪৭জন।

এসময় ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, ‘এ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মোঁ মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসানসহ প্রমুখ।

প্রতিবারের ন্যায় এবছরও ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে কুষ্টিয়া-ঝিনাইদাহ পুলিশ প্রশাসনের সহযোগিতায় কঠোর নিরাপত্তার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি জালিয়াতি বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো অনিয়ম রোধে ভ্রাম্যমাণ ম্যাজিস্টেট নিয়োজিত থাকতে দেখা গেছে। এছাড়াও শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, রোভার স্কাউটস ও বিএনসিসির সদস্যরা।

ভর্তি পরীক্ষার বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাকে ঘিরে আমরা সাধ্যমতো সব ধরণের আয়োজনের চেষ্টা করেছি যেনো শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। এখন ভালো-মন্দের বিচার শিক্ষার্থী অভিভাবকরা করবে। গুচ্ছের স্বকীয়তা থাকবে পঠনপাঠনে যেটা সার্বজনীন। এখন সেই সুযোগ সৃষ্টি করতে যেয়ে ছাত্র ও অভিভাবকরা যেন ভোগান্তির স্বীকার না হয় সেই কারণেই গুচ্ছ পরীক্ষা।

তিনি আরো বলেন, আজকে এই পরীক্ষার মাধ্যমে দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরী হচ্ছে শিক্ষার্থীদের। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যেয়ে পরীক্ষা দেয়া ভোগান্তির। ভারতবর্ষের কয়েক হাজার বিশ্ববিদ্যালয় রয়েছে তাদেরও একটা কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ব্যবস্থা আছে। বড় বিশ্ববিদ্যালয় গুলোর উচিত হবে একসাথে পরীক্ষা নেওয়া। আমার বিশ্বাস এই পদ্ধতিতেই একদিন আমাদের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

বিএনএ/ তারিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ