বিএনএ,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষক সমিতি আগামী সোমবার (১ জুলাই) থেকে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচি হিসেবে ক্লাস পরীক্ষাসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি।
রোববার (৩০ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বাত্মক আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ও ইনস্টিটিউটের ক্লাশসমূহ বন্ধ থাকবে, অনলাইন, সান্ধ্যকালীন, শুক্র ও শনিবারের প্রফেশনাল কোর্সের ক্লাশ ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে, মিডটার্ম, ফাইনাল, মৌখিক ও ভর্তি পরীক্ষাসহ কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না, বিভাগীয় অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগার বন্ধ থাকবে। একাডেমিক কমিটি, পরিকল্পনা কমিটি, প্রশ্নপত্র সমন্বয় ও অন্যান্য সভা অনুষ্ঠিত হবে না। ভর্তি পরীক্ষাসহ ডিন অফিসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। কোন সেমিনার, কনফারেন্স ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে না। দায়িত্বপ্রাপ্ত কোন শিক্ষক প্রশাসনিক কোন দায়িত্ব পালন করবেন না। এ ছাড়াও বলা হয় কর্মসূচি চলাকালীন প্রতিদিন দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভাষা শহীদ রফিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।
বিএনএ/ এসবি, ওজি/হাসনা