25 C
আবহাওয়া
৪:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে গাছে ঝুলছে যুবকের মরদেহ 

টেকনাফে গাছে ঝুলছে যুবকের মরদেহ 


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে গহীন জঙ্গলে গাছে ঝুলন্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩০ বছর বলে ধারণা করছে পুলিশ।

শুক্রবার (৩০জুন) বিকালে মরদেহটি  উদ্ধার করে টেকনাফ থানা পুলিশ।

স্থানীয়রা জানান, টেকনাফ কেরুনতলির পশ্চিম পাহাড়ে রাখাল ছেলেরা গরু আনতে গিয়ে দেখতে পায় পাহাড়ে গাছের সাথে ঝুলছে একটি মরদেহ ।তারা বিষয়টি দেখার পরপরই থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল হালিম জানান, পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়েছে । লাশের বয়স আনুমানিক ৩০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে । তবে তার শরীরের কিছু অংশ পঁচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ এবিষয়ে তদন্ত করছেন।

বিএনএ/শাহীন, ওজি/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ