16 C
আবহাওয়া
৯:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » কুড়িগ্রামে পানিতে ডু্বে ভাই-বোনের মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডু্বে ভাই-বোনের মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু

বিএনএ, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পানিতে ডুবে আপন মামাতো ভাই বোনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে উলিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার হাতিয়া ইউনিয়নের কাশারিয়ারঘাট গ্রামের বাসিন্দা মশিউর রহমানের ছেলে বেলাল মিয়া (৭) এবং রংপুর তারাগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে রোকাইয়া খাতুন (৮)।

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমিন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত দু’দিন আগে মামা মশিউর রহমানের বাড়িতে শিশু রোকাইয়া যায়। বৃহস্পতিবার বিকেলে মামাতো ভাই বেলালসহ খেলছিল তারা। তারা একটা সময় বাড়ির পাশে বামনি নদীতে (ছোট নদী) গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে ওই নদীতে তাদের ভাসতে দেখে মরদেহ উদ্ধার করে।

বিএনএনিউজ/এইচ.এম/ এইচ এইচ

 

Loading


শিরোনাম বিএনএ