21 C
আবহাওয়া
৮:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু আক্রান্ত আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ২৪ ও ঢাকার বাইরে ২০ জন। এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশে এক হাজার ৩০২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৯৪৩ জন ও ঢাকার বাইরে ৩৫৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

চলতি বছরে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯০৬ জন।

বিএনএনিউজ/এইচ.এম/ এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ