বিএনএ ডেস্ক: বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখে গেছে। আগামী ১০ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় চাঁদ দেখা কমিটি।
বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্বে করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
ব্রিফিংয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আব্দুল আউয়াল জানান, বান্দরবান, শেরপুর, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলায় জিলহজ মাসের চাঁদ দেখে গেছে। সে হিসেবে দেশে ১০ জুলাই রোববার ঈদুল আজহা উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ঈদুল আজহার দিনে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে নামাজ আদায় শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করবেন সামার্থবান মুসলিমরা। সেখান থেকে গরীবদের জন্য একটি অংশ ও আত্মীয় স্বজনদের মাঝে আরেকটি অংশ বিতরণ করার বিধান রয়েছে।
এছাড়া ঈদুল আজহার তাৎপর্য অনন্য। এ মাসেই মহান আল্লাহর দরবারে হাজির হওয়ার সুযোগ পান মুসলিমরা। পবিত্র হজ পালনের মধ্যে দিয়ে মহান আল্লাহর ক্ষমা প্রাপ্তির সুযোগ পেয়ে থাকেন মুসলমানরা। সঠিক নিয়তে শুদ্ধতার সাথে পবিত্র হজ পালন করলে আল্লাহর নিকট তা মঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকে।
বিএনএ/ এ আর