Bnanews24.com
ভিডিও সংবাদ সব খবর

যেভাবে এক গাছে ধরেছে ১২১ জাতের আম

বিএনএ,বিশ্ব ডেস্ক:  ৫ বছর পূর্বে গবেষণার জন্য ১০ বছর বয়সি দেশীয় একটি  আমের গাছ বেছে নেয়া হয়। এরপর ভারতের উদ্যানতত্ত্ব পরীক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের তৎকালীন যুগ্ম পরিচালক রাজেশ প্রসাদের নেতৃত্বে গাছটিতে ১২১টি জাতের আমের শাখা গ্রাফটিং বা কলম করা হয়। ৫ বছর বাড়তে দেওয়া হয় গাছটিকে।

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের এক সংস্থার বাগানের এই গাছটিতে এখন ১২১ জাতের আম ধরেছে। গাছটি দেখতে অদ্ভূত রকমের সুন্দর। বিভিন্ন শাখায় বিভিন্ন ধরনের আম শোভা পাচ্ছে।

হিন্দুস্তান টাইমস জানায়, ১২১টি জাতের আম! একই গাছে ফললো – দশেরা, ল্যাংড়া, চৌসা, রামকেলা, আম্রপালী, সাহারানপুর অরুণ, সাহারানপুর বরুণ, সাহারানপুর সৌরভ, সাহারানপুর গৌরব, সাহারানপুর রাজীব, লখনৌ সাফেদা, টমিতে কিংস, পুস সূর্য, সেনসেশন, রটাউল, কলমি মালদা, বোম্বাই, স্মিথ, মঙ্গিফেরা জলোনিয়া, বুলন্দশহর, লরানকু, এলআর স্পেশাল, আলমপুর বেনিশা, আসৌজিয়া দেওবন্দসহ আরও কয়েকটি জাতের আম। সংগৃহীত

বিএনএ বাংলানিউজ,এসজিএন