17 C
আবহাওয়া
৭:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ভোলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ভোলায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

দুর্ঘটনা

বিএনএ, ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মো. শাহিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টার দিকে উপজেলার জিন্নাগর ইউনিয়নের চকবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকার মো: আমিনুল ইসলামের ছেলে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, তিনি স্থানীয় বিকাশে কাজ করতেন। সকালে নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে চরফ্যাশন পৌর এলাকার অফিসের উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকৎসার জন্য বরিশাল রেফার করে দায়িত্বরত চিকিৎসক।

তিনি আরও জানান, পথে ভোলা সদরে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ