25 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় জুয়েল মড়ল (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। মঙ্গলবার (৩০ মে) সকালে উপজেলার লংগাইর ইউনিয়নের সতরবাড়ি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবক ওই এলাকার রতন মড়লের ছেলে। সে এলাকায় মিস্ত্রি হিসেবে কাজ করতো। ইদানিং সে হতাশা ও নেশাগ্রস্ত ছিলো। পারিবারিক কলহের কারণে হয়তো সে আত্মহত্যা করতে পারে বলে পুলিশের ধারণা।

পুলিশ জানায়, সোমবার (২৯ মে) দিবাগত রাতে জুয়েল মড়ল নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি মেহগনি গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ