18 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » জাবিতে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

জাবিতে আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু


বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বাৎসরিক আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার (৩০ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম।

ইতিহাস বিভাগ ও প্রাণিবিদ্যা বিভাগের মধ্যকার ম্যাচের মাধ্যমে শুরু হয় এবারের টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে ইতিহাস বিভাগ প্রাণিবিদ্যা বিভাগকে ৪ উইকেটে পরাজিত করে।

এর আগে ইতিহাস বিভাগ টসে জয়লাভ করে প্রাণিবিদ্যা বিভাগকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। প্রাণিবিদ্যা বিভাগ নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৭৩ রান করে। জবাবে ইতিহাস বিভাগ ৯ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ৭৪ রান করে।

প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। এছাড়া উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক রহিমা কানিজ, প্রক্টর আ.স.ম ফিরোজ-উল হাসান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।

বিএনএ/সানভীর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ