23 C
আবহাওয়া
৪:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে চোরের আঘাতে বৃদ্ধার মৃত্যু

ধামরাইয়ে চোরের আঘাতে বৃদ্ধার মৃত্যু


বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে সিঁদ কেটে চুরি করতে গিয়ে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিজের শোবার ঘর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মে) সকালের দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খড়ারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওই বৃদ্ধার নাম চন্দ্রবানু। তিনি ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের দক্ষিণ খড়ারচর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী।

পুলিশ জানায়, রাতের দিকে ওই বৃদ্ধার শোবার ঘরে সিঁদ কেটে চুরির ঘটনা ঘটে। ওই সময়ে তাকে পায়ে কসস্টেপ বেঁধে মাথার পেছনে আঘাত করলে সে মারা যায়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরে চোর ঢুকে জোরপূর্বক স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার সময় এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিএনএ/ইমরান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ