বিএনএ,বোয়ালখালী(চট্টগ্রাম): বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুধর্ব-১৭) ২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার (৩০ মে) বিকেলে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তাহমিনা আকতার। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইচ-চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌরমেয়র মোঃ জহুরুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র রেবেকা সুলতানা মনি, আরিফ উদ্দিন জুয়েল, কাউন্সিলর সুনিল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন চৌধুরী আবু, জাহাঙ্গির আলম, জোবাইদা বেগম, শাহনাজ পারভিন নিলু, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য ডাঃ মহিউদ্দিন আশরাফ, হেলাল উদ্দিন টিপু, হারুনুর রশিদ বাবলু, সৈয়দ জসিম উদ্দিন, দেবু পুরোহিত, জিয়াউর রহমান, মোঃ শওকত, জনি।
রেফারির দায়িত্বে ছিলেন মিজানুর রহমান, সুভাস বৈদ্য, টিপু শাহ প্রমুখ। ফাইনালে বোয়ালখালী পৌরসভা বনাম আহলা করলডেঙ্গা ইউনিয়নের মধ্যকার খেলায় বোয়ালখালী পৌরসভা ২-১ গোলে বিজয়ী হয়। শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খেলা-ধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ বির্নিমাণে যে উদ্যেগ নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। তাই শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলা-ধুলার প্রতিও মনোযোগী হতে হবে। কেননা খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ,জিএন