বিএনএ, ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবীতে মেট্রোরেলের ২০৩ নম্বর পিলার সংলগ্ন মেট্রোরেলের উপরের ইটের দেওয়াল ভেঙে ব্লক নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
সোমবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-১১ নম্বর সেকশনে এ দুর্ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহতের নাম সোহেল তালকদার (৪৮)। তিনি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা। নিহত ব্যক্তি হেঁটে যাওয়ার সময় উপর থেকে দেওয়াল ভেঙ্গে তার ওপরে পড়লে তিনি ঘটনাস্হলেই মারা যান। তার বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। আর আহতরা স্হানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি পারভেজ।
বিএনএ/ আজিজুল, ওজি