26 C
আবহাওয়া
৭:৫৩ অপরাহ্ণ - জুলাই ৯, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ালো ইতালি

বাংলাদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ালো ইতালি

ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ালো ইতালি

বিএনএ, বিশ্ব ডেস্ক : করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশিদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইতালি। রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

করোনার নতুন ভ্যারিয়েন্টের কারণে গত এপ্রিলে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইতালি। রোববার ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

রোববার স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জার মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ ২১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই তিন দেশে বাস করা ইতালির নাগরিকরা দেশে ফিরতে চাইলে তাদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

গত বছর করোনার B.1.617 ভ্যারিয়েন্টটি ভারতে শনাক্ত হয়। দক্ষিণ এশিয়ার দেশটিতে ব্যাপক সংক্রমণ ও স্বাস্থ্যখাতে বিপর্যয়ের জন্য এই ভ্যারিয়েন্টটিকে দায়ী করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতীয় ভ্যারিয়েন্টটি বিশ্বের ৫৩টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ৭ ঘণ্টার মধ্যে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার জনগণ পাশে না থাকলে দিল্লি পালাতে হয়, লন্ডনে থাকতে হয়! চট্টগ্রামের হালিশহরে নালায় পড়ে তিন বছরের শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরে থাকছে না আনুষ্ঠানিকতা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ফের ৭ দিনের রিমান্ডে ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা,২৪ ঘণ্টায় ১৫৩ মিলিমিটার বৃষ্টি কক্সবাজারে আরসা প্রধান জুনুনির ৩ দিনের রিমান্ড মঞ্জুর মুহুরী নদীর পানি বাড়তে থাকায় নোয়াখালীতে বন্যার আশঙ্কা দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা