বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে ঝিলে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৫০) নামের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল প্রিন্টের কামিজ ও টিয়া রঙের সালোয়ার।
রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলারপাড় স্কুলগলির ঝিলপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঝিলের পানি থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডির ক্রাইম সিমকে খবর দিয়েছি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ওই নারীর পরিচয় শনাক্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম