24 C
আবহাওয়া
৫:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চসিকের বরখাস্ত কর কর্মকর্তার কারাদণ্ড

চসিকের বরখাস্ত কর কর্মকর্তার কারাদণ্ড

চসিকের বরখাস্ত কর কর্মকর্তার কারাদণ্ড

বিএনএ, চট্টগ্রাম: ঘুষের টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার চট্টগ্রাম সিটি করপোরেশনের (বরখাস্ত) উপ কর কর্মকর্তা আলী আকবরকে পৃথক ধারায় সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ভোগ করতে হবে আরো ৯ মাসের কারাদণ্ড।

রোববার (৩০ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন । আদালতের নির্দেশে পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমদ বলেন, আদালত আসামিকে একটি ধারায় ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। আরেকটি ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, নগরের চান্দগাঁও থানার রুপালি আবাসিক এলাকার বাসিন্দা রাজা মিয়ার তত্ত্বাবধায়কের কাছে হোল্ডিংয়ের মালিকানা পরিবর্তন ও কর পুন:নির্ধারণের জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের রাজস্ব সার্কেল-২–এর ভারপ্রাপ্ত কর কর্মকর্তা আলী আকবর।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক জামাল উদ্দিন দুদক চট্টগ্রাম কার্যালয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। এদিন দুদকের একটি দল ফাঁদ পেতে ঘুষের ২০ হাজার টাকাসহ আলী আকবরকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নগরের চান্দগাঁও থানায় মামলা করেন দুদক চট্টগ্রামের তৎকালীন সহকারী পরিচালক এইচ এম আখতারুজ্জামান। তদন্ত শেষে একই বছরের ৩০ অক্টোবর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ