32 C
আবহাওয়া
৪:৪৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় আরও ৯জন ডেঙ্গু আক্রান্ত

২৪ ঘন্টায় আরও ৯জন ডেঙ্গু আক্রান্ত

২৪ ঘন্টায় আরও ৯জন ডেঙ্গু আক্রান্ত

বিএনএ, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। রোববার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের মধ্যে ৪জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিরা দেশের বিভিন্ন জেলার হাসপাতালে ভর্তি আছেন। সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৪৪জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ২৯ জন ঢাকায় এবং ১৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫১৪ জন ও ঢাকার বাইরে ৪৭২ জন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।

বিএনএনিউজ/বিএম

Total Viewed and Shared : 148 


শিরোনাম বিএনএ