অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)’র সাবেক যুগ্ম মহাসচিব, চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক সাংবাদিক সৈয়দ মোস্তফা জামালের ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার( ২৯ এপ্রিল) বিকাল ৩ টায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নস্থ মরহুমের গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক, মৌলভী সৈয়দ সোলতান স্মৃতি ট্রাস্ট্রের চেয়ারম্যান হাফেজ মাওলানা সৈয়দ মোস্তফা আয়ুব।
মির্জাখীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট সংগঠক সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সৈয়দ মোস্তফা জামাল ফাউন্ডেশনের চেয়ারম্যান, অধ্যক্ষ পীর মৌলানা মোজাহেরুল কাদের ফারুকী।
অধ্যক্ষ পীর মৌলানা মোজাহেরুল কাদের ফারুকী বলেন, নিলোর্ভ সমাজ সেবক সৈয়দ মোস্তফা জামাল দেশের দশের কল্যাণে জীবন অতিবাহিত করেছেন। তাঁর মত ত্যাগি সাংবাদিক বর্তমান সমাজে বিরল। তিনি সাংবাদিকতা পেশাকে জনকল্যাণ ও দেশের কল্যাণে নিবেদিত করেছেন।
বক্তব্য রাখেন শিক্ষক সৈয়দ মাওলানা নূর মোহাম্মদ, সৈয়দ মোরশেদুল আলম, গাছবাড়িয়া খাঁনহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন, ব্যাংকার মুজিবুর রহমান কাদেরী, ইঞ্জিনিয়ার আমিনুর রহমান কাদেরী, ইসলামি রিসার্চ একাডেমি চন্দনাইশের পরিচালক ও দৈনিক নীলকথার চট্টগ্রাম ব্যুরো প্রধান, হামিদুর রহমান কাদেরী প্রমূখ। পরিশেষে মুনাজাত পরিচালনা করেন, সাবেক প্রধান শিক্ষক সৈয়দ মাওলানা আবু সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।- বিজ্ঞপ্তি
বিএনএ,জিএন