বিএনএ, চাঁদপুর : বৈরী আবহাওয়ার কারণে পদ্মা ও মেঘনা নদী উত্তাল থাকায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ ছিল চাঁদপুর, শরিয়তপুর, ভোলা, বরিশাল, নারায়ণগঞ্জ ও ঢাকাগামী লঞ্চ চলাচল। শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হওয়ায় বড় বড় ঢেউ সৃষ্টি করে। ফলে লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৫টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয়।
বিএনএনিউজ/এইচ.এম।