বিএনএ বিশ্বডেস্ক : মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন তা নিকৃষ্ট ধরনের
পেন্টাগনের মুখপাত্র জন কার্বি বলেন, (ইউক্রেনে) নিরপরাধ মানুষদের মাথার পেছন দিক থেকে গুলি করা হয়েছে। তাদের পিঠমোড়া করে হাত বাঁধা হয়েছে।গর্ভবতী নারীদের হত্যা করা হচ্ছে, হাসপাতালে বোমা হামলা চালানো হচ্ছে। এটা অকল্পনীয়।
তিনি আরো বলেন, রাশিয়ার এ ধরনের আচরণ একেবারে ঠাণ্ডা মাথায় নিকৃষ্ট ধরণের বর্বরতা। আমরা রুশ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য শুনে থাকি এবং সম্প্রতি দেশটির মন্ত্রী সের্গেই ল্যাভরভ পারমাণবিক সংঘর্ষের যে ভীতি ছড়িয়ে দিয়েছেন, এগুলো দায়িত্বজ্ঞানহীন।
রাশিয়ার তরফ থেকে পরমাণু যুদ্ধের হুমকির বিষয়টি উল্লেখ করে জন কার্বি বলেছেন, একটি আধুনিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের কাছ থেকে এমনটা আশা করা যায় না।
বিএনএ/ ওজি