বিএনএ, ঢাকা: রাজধানীর শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে ৭০ পিস গোল্ডবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। যার মোট ওজন ৮ কেজি ১২০ গ্রাম।
শনিবার (৩০ এপ্রিল) শারজাহ থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর।
তিনি বলেন, শনিবার সকালে শারজাহ থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ময়লা ফেলার পলিথিন থেকে গোল্ডবারগুলো উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিএনএ/এমএফ