15 C
আবহাওয়া
১০:১৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » সিএনজিভর্তি চোলাই মদ, আটক ৩

সিএনজিভর্তি চোলাই মদ, আটক ৩


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সিএনজিভর্তি ১০০লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।শুক্রবার (৩০ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ঝিওরী মাঝার গেইট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ১টি সিএনজি আটো-রিকশা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন,কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামের নুরুল হকের পুত্র মোঃ পারভেজ(২৮), একই গ্রামের মৃত এরশাদের পুত্র আব্দুল হাকিম(৩০),ও আল আমিন(২৩)।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এএসআই মোঃ নয়ন মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী মাঝাঁর গেইট এলাকার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের উপর অভিযান চালাই। এ সময় ১০০ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করি।আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আনোয়ারা থানায় ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলে মামলা রুজু করা হয়েছে

বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ