Bnanews24.com
টপ নিউজ রাজধানী সব খবর স্বাস্থ্য

রওশন এরশাদ হাসপাতালে

বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ

বিএনএ, ঢাকা : জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাংবাদিকদের বলেন, রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। তবে সেখানে ভর্তি হওয়া বিশেষ কিছু না। আগামীকাল (শুক্রবার) বিস্তারিত জানা যাবে।

সাবেক মহাসচিব রুহুল আমীন হাওলাদার বলেন, তিনি নিয়মিত চিকিৎসা নিতে সিএমএইচে যান। তবে আজ শারীরিকভাবে খারাপ অবস্থা হয়েছে, এমন কিছু শুনিনি।

এদিকে রওশন এরশাদের ব্যক্তিগত সহকারী মামুন হাসান বলেন, শুক্রবার বিস্তারিত জানা যাবে।

বিএনএনিউজ/জেবি