22 C
আবহাওয়া
৩:৫৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দাড়ি রাখতে বাধা নেই ব্রিটিশ সেনাদের

দাড়ি রাখতে বাধা নেই ব্রিটিশ সেনাদের


বিএনএ, বিশ্বডেস্ক : শত বছরের নিষেধাজ্ঞা বাতিল করে সেনা সদস্যদের দাড়ি রাখার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। এখন থেকে ব্রিটিশ সেনাবাহিনীর কোনো সেনা কিংবা কোনো কর্মকর্তা চাইলেই দাড়ি রাখতে পারবেন। তবে ওই দাড়ি ও গোঁফ কেউ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুবিন্যস্ত রাখছে কি-না, সেই বিষয়ে নিয়মিত নজরদারি করা হবে।

ব্রিটিশ রাজা চার্লস বৃহস্পতিবার (২৮ মার্চ) অফিসার ও সেনাদের দাড়ি রাখার প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সেনাবাহিনীই সবার পরে দাড়ি রাখার অনুমতি দিয়েছে। টানা কয়েক বছর বিষয়টি নিয়ে নীতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ বাহিনীর এক মুখপাত্র। পর্যালোচনার ফলাফল পর্যবেক্ষণের পাশাপাশি সেনাদের মতামতের ভিত্তিতে নীতিটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সেনা নেতৃত্ব।

সংবাদমাধ্যমটি বলছে, এই অনুমতির পরও, কিছু নির্দিষ্ট অনুষ্ঠানে সেনা এবং কর্মকর্তাদের শেভ করারও প্রয়োজন হতে পারে। এসব পরিস্থিতিতে তাদের শেভ করার নির্দেশ দেয়া হবে।

ধারণা করা হচ্ছে সেনা নেতারা মনে করছেন, এই নীতি সেনা বাহিনীতে নতুন নিয়োগকৃতদের আকৃষ্ট করতে সহায়তা করবে।

ডেনমার্ক, জার্মানি ও বেলজিয়ামের মতো বেশ কয়েকটি দেশের সেনাবাহিনীতে সৈন্যদের দাড়ি রাখার অনুমতি আছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ