বিএনএ, ঢাকা : রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট এলাকায় বিরাজ করছে উত্তেজনা। বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সংঘর্ষ শুরু হয়।
পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আতঙ্কে আছেন আশপাশের মানুষ ও পথচারীরা। এরই মধ্যে কেউ কেউ সড়কে থাকা মোটরসাইকেল আরোহীদের হেলমেট নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
ঢাকা কলেজ নর্থ হলের এক শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
সংঘর্ষের কারণে বন্ধ করে দেওয়া হয় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সব প্রবেশপথ। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসের একাডেমিক বিল্ডিংয়ের ছাদ থেকে এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মিরপুর সড়ক থেকে পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করছেন।
রাত দশটার দিকেও সংঘর্ষ অব্যাহত ছিল।
নিউ মার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদী হাসান বলেন, ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিংয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।