21 C
আবহাওয়া
৯:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ভাসানচরের পথে আরও ১,৫৪৪ রোহিঙ্গা

ভাসানচরের পথে আরও ১,৫৪৪ রোহিঙ্গা

ভাসানচরের পথে আরও ১,৫৪৪ রোহিঙ্গা

বিএনএ, কক্সবাজার:  ভাসানচরে যাচ্ছেন আরও এক হাজার ৫৪৪ রোহিঙ্গা।বুধবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে ২০টি বাসে করে এক হাজার ২২ জন ও বিকেল সাড়ে ৫টায় ১২টি বাসে ৫২২ রোহিঙ্গা  কক্সবাজার ত্যাগ করেন।

১৪ এপিবিএনের পুলিশ সুপার (এসপি) মো. নাইমুল হক জানান, প্রথম দফায় এক হাজার ২২ জন আর দ্বিতীয় দফায় ৫২২ রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্প ত্যাগ করেন। তারা রাতে চট্টগ্রামে পৌঁছাবেন এবং বৃহস্পতিবার সকালে সেখান থেকে ভাসানচরে পথে জাহাজে ওঠার কথা রয়েছে।

সূত্র জানায়, এখন পর্যন্ত ২৯ হাজার রোহিঙ্গা ভাসানচরে আবাসন গড়েছে। ২০২০ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চের শেষ সময়ে ১৪ দফা পর্যন্ত সাড়ে ৩০ হাজার রোহিঙ্গার অবস্থান হবে ভাসানচর। ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ১২০ গুচ্ছগ্রামে এক লাখ রোহিঙ্গা নেওয়ার টার্গেট নিয়ে কাজ করছে সরকার।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ