19 C
আবহাওয়া
৩:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ: ফাইনালে অস্ট্রেলিয়া

ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ: ফাইনালে অস্ট্রেলিয়া

আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ২০২২

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি) ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২( ICC Women’s Cricket World Cup 2022) এর প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়া ১৫৭রানের বিশাল ব্যবধানে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে জয়লাভ করে ফাইনাল খেলা নিশ্চিত করেছে। (AUSTRALIA V WEST INDIES)

বুধবার(৩০মার্চ)নিউজিল্যান্ডের ওয়েলিংটনে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৪৫  ওভারে ৩  উইকেট হারিয়ে ৩০৫  রান সংগ্রহ করে।

জবাবে জয়ের লক্ষে খেলতে নেমে ওয়েস্টইন্ডিজের নারীরা সবকটি উইকেট হারিয়ে ৩৭ ওভারে মাত্র ১৪৮রান তুলতে সক্ষম হয়।

ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ ৩এপ্রিল ফাইনাল

আগামীকাল বৃহস্পতিবার(৩১মার্চ) দ্বিতীয় সেমিফাইনালে সাউথআফ্রিকা ইংল্যান্ডের (SOUTH AFRICA Vs ENGLAND) মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল ৭টায় এ খেলা শুরু হবে। এ খেলায় যে দল জয়লাভ করবে তারা আগামী ৩ এপ্রিল রবিবার হাগলেওভাল, ক্রিস্টচার্চে অস্ট্রেলিয়ার সাথে ফাইনাল খেলায় অংশ নেবে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ