26 C
আবহাওয়া
৯:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » রমজানে পুঁজিবাজারে লেনদেন ২টা পর্যন্ত

রমজানে পুঁজিবাজারে লেনদেন ২টা পর্যন্ত

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে

বিএনএ, ঢাকা: পবিত্র রমজান মাসে দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আর সরকারি নির্দেশনা অনুযায়ি চলবে স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল কার্যক্রম। অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জের কার্যক্রম চলবে।

বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিএসইসির সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত এ নির্দেশনা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে। ফলে প্রথম রোজা থেকে পুঁজিবাজারের লেনদেন সাড়ে ৪ ঘণ্টার পরিবর্তে হবে ৪ ঘণ্টা।

প্রসঙ্গত, বর্তমানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হয়। ব্যাংকের লেনদেনের সাথে সমন্বয় সাধনের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। রমজান পরবর্তী সময়ে আবার আগের সময়ে পুঁজিবাজারের লেনদেন হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ