28 C
আবহাওয়া
৪:২৪ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » যুদ্ধের বিরূপ প্রভাব পড়তে পারে রূপপুর প্রকল্পে: পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের বিরূপ প্রভাব পড়তে পারে রূপপুর প্রকল্পে: পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের বিরূপ প্রভাব পড়তে পারে রূপপুর প্রকল্পে: পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা: ইউক্রেনে রাশিয়ার আক্রমনের ঘটনায় রাশিয়ার কিছু ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিরূপ প্রভাব পড়তে পারে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য শফিউল ইসলামের প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার কোটি টাকা। এর ৯০ শতাংশ অর্থেরই ঋণ সহায়তা দিচ্ছে রাশিয়া। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব ভিবি ব্যাংকসহ দেশটির কিছু ব্যাংক যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১৮ সালে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে ১ হাজার ১৩৮ কোটি ডলারের ঋণচুক্তি করে। এই ঋণের টাকা আসছে প্রধানত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক হয়ে। কেননা বাংলাদেশ রুবলের বদলে ডলারে ঋণের অর্থ নিতে চেয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এই লেনদেনে জটিলতা সৃষ্টি করতে পারে। চলমান প্রকল্পে অর্থায়ন এবং ঋণ পরিশোধের ব্যাপারে বিকল্প পদ্ধতি কী হতে পারে তা নিয়ে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ