বিএনএ ডেস্ক, ঢাকা: রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, ইউক্রেনে যুদ্ধের প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকারি তদারকিতে নিত্যপণ্যের দাম এখন সহনীয় পর্যায়ে রয়েছে। রমজানেও থাকবে। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় গত কিছুদিন ধরেই হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে বিক্রেতারা দাম বাড়াতে থাকায় সরকারকে উদ্যোগী হতে হয়েছে। স্বল্প আয়ের মানুষের কষ্ট লাঘবে কম দামে পণ্য কিনতে আরও এক কোটি মানুষকে বিশেষ কার্ড দেওয়ার উদ্যোগ নেয় সরকার।
গত ২০ মার্চ থেকে সারাদেশে এক কোটি পরিবারের মাঝে রমজান উপলক্ষে ৪৬০ টাকায় দুই কেজি তেল, দুই কেজি চিনি ও দুই কেজি ডালের প্যাকেজ বিক্রি করছে টিসিবি। ৩০ মার্চ প্রথম দফার পণ্য বিক্রি শেষে রোজার মধ্যে দ্বিতীয় দফায় ফ্যামিলি কার্ডধারীদের মাঝে তিনটি পণ্যের সঙ্গে অতিরিক্ত দুই কেজি ছোলা বিক্রি করবে সরকারি বিপণন সংস্থাটি।
বিএনএনিউজ২৪/ এমএইচ